আলিপুরদুয়ার, ২২ নভেম্বর ঃ একই দিনে তিনবার খুলে গেল একটি ট্রেনের ইঞ্জিন। যা ভারতীয় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফের একবার প্রশ্ন তুলল। বৃহস্পতিবার সকালে মাদারিহাটের মুজনাই স্টেশন পেরনোর পর খুলে যায় বেঙ্গালুরু-তিনসুকিয়া এক্সপ্রেসের ইঞ্জিন। বগি ছাড়াই বেশ কিছুটা পথ চলে যায় ইঞ্জিনটি। প্রায় এক ঘণ্টা পর ইঞ্জিন লাগিয়ে ফের গন্তব্যে যাত্রা করে ট্রেনটি। কিন্তু কিছুটা পথ যেতেই ফের বিপত্তি দেখা দিল ওই ট্রেনে। আলিপুরদুয়ার শহরের কাছে ২ নম্বর আসাম গেটের কাছে বগি থেকে ফের খুলে গেল ওই ট্রেনের ইঞ্জিন। যে ঘটনার জেরে ফের চাঞ্চল্য ছড়িয়েছে ট্রেনের যাত্রীদের মধ্যে। এর আগে কিশনগঞ্জেও ট্রেনটির ইঞ্জিন বগি থেকে খুলে যায় বলে জানা গিয়েছে। একই দিনে বারবার কীূভাবে এই ঘটনা ঘটছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই ট্রেনের যাত্রীরা। রাঙ্গালিবাজনায় ইঞ্জিনটিকে ঠিকভাবে না লাগিয়েই কীভাবে সেটিকে যাত্রার জন্য রেলকর্মীরা যাত্রার জন্য ছা়ড়পত্র দিয়ে দিলেন, তা নিয়েও প্রশ্ন তুলছেন যাত্রীরা।
ছবিঃ মাদারিহাটে দাঁড়িয়ে রয়েছে তিনসুকিয়া এক্সপ্রেস
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QftbkW
November 22, 2018 at 02:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন