নয়াদিল্লি, ১ নভেম্বরঃ বুধবারই ১৫টি ট্রেনের ফ্লেক্সি ফেয়ার কমিয়ে আমজনতাকে স্বস্তি দিয়েছিল রেল। কিন্তু ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পণ্য মাশুল অনেকটা বাড়ানোর সিদ্ধান্ত নিল রেল। এক ধাক্কায় ৮.৭৫ শতাংশ হারে পণ্য মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ফের মূল্যবৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে, কয়লা, ইস্পাত, আকরিক লোহার মতো দ্রব্যের পরিবহণে ৮.৭৫ শতাংশ হারে পণ্য মাশুল বাড়ানো হয়েছে। মন্ত্রকের দাবি, চাল-ডাল বা পেট্রোপণ্যের মতো নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের পরিবহণ খরচ একই রাখা হয়েছে। কিন্তু যে ভাবে মালগাড়ির ভাড়া ৫ শতাংশ বৃদ্ধি ও কয়লা পরিবহণের খরচ বাড়ানো হয়েছে, তাতে ফের একপ্রস্থ মূল্যবৃদ্ধির আশঙ্কা করছে বণিক সংগঠনগুলি। এদিকে, পণ্য মাশুল বৃদ্ধি পাওয়ায় রেল কর্তারা মনে করছেন এতে রেলের বাড়তি ৩৩৩৪ কোটি আয় হবে৷ জ্বালানি তেল, গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে এমনিতেই জেরবার সাধারণ মানুষ। তার ওপর রেলের পণ্য মাশুল বৃদ্ধির সিদ্ধান্ত সাধারণ মানুষের সমস্যা আরও বাড়াতে পারে বলে আশঙ্কা করছে অনেকেই।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Oj5uDb
November 01, 2018 at 01:07PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন