ট্রেনের নীচে ঝুলছে গার্ড, ছুটল ট্রেন

কলকাতা, ১০ নভেম্বরঃ ট্রেনের নীচে যান্ত্রিক ত্রুটি সারাতে ঢুকেছিলেন গার্ড। আর গার্ড বেরিয়ে আসার আগেই ট্রেন নিয়ে ছুটলেন চালক। ঘটনাটি হাওড়া-দিঘা এসি সুপারফাস্ট এক্সপ্রেসের। চালক-গার্ড ভুল বোঝাবুঝিতে এমন ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। আর একটু হলেই ঘটে যেত ভয়াবহ দুর্ঘটনা। ঘটনায় অভ্যন্তরীন তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ঘটনাটির ভিডিয়ো।
শুক্রবার সকালে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স থেকে ছাড়ে হাওড়া-দিঘা এসি সুপারফাস্ট এক্সপ্রেস। ট্রেন ছাড়ার সময় কোনো একজন যাত্রী চেন টানেন। চেন টানার ফলে বিচ্ছিন্ন হয়ে যায় এয়ার পাইপ। গার্ড নিজেই এয়ার পাইপ লাগাতে ট্রেনের তলায় ঢোকেন। কিছু সময়ের মধ্যে ভ্যাকুইউম পাইপটি লাগিয়ে ফেলেন গার্ড। আর তারপরই ঘটে অঘটন। ট্রেনটি প্রায় ১০০ মিটার ছুটে দাঁড়ায়।

উপস্থিত বুদ্ধির জোরে ট্রেনের এয়ার পাইপে ঝুলে পড়লেন গার্ড। এদিকে, আরপিএফ কর্মীরা চালকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা শুরু করেন। শেষপর্যন্ত গোটা বিষয়টি দৃষ্টিগোচর হওয়ার পর ট্রেন থামান চালক। এই ঘটনায় চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন গার্ড। অভিযোগের প্রেক্ষিতে তদন্তের নির্দেশ দিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। তদন্ত শুরু হয়েছে মোটর ম্যানের বিরুদ্ধেও।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qDYqHV

November 10, 2018 at 01:15PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top