বিশ্বনাথে ব্যবসায়ী আব্দুল আহাদ স্মরণে শোক সভা

IMG_20181120_211717বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে সাজ ডেকোরেটার্সের স্বত্বাধিকারী ও ডেকোরেটার্স মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল আহাদ স্মরণে আজ মিলাদ মাহফিল ও শোক সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্বনাথ ডেকোরেটার্স মালিক সমতিরি সভাপতি নাছিরউদ্দিনের সভাপতিত্বে ও সমিতির সাংগঠনিক সম্পাদক শংকর দাস শংকু’র পরিচালনায় স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছয়ফুল হক।

IMG_20181120_211732বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথপুরান বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, বিশ্বনাথ নতুনবাজার বণিক ক্যলাণ সমিতির সহসভাপতি আমির আলী, ৯নং ওয়ার্ডের মেম্বার হেলাল মিয়া, পুরানবাজার বণিক সমিতির ৩নং ওয়ার্ড কমিশনার মখছির আলী, ব্যবসায়ী মতছির আলী, ডেকোরেটার্স মালিক সমিতির সহসভাপতি আবুল লেইছ, অর্থ সম্পাদক বাবুল মিয়া, সহ দপ্তর সম্পাদক নূরউদ্দিন, সদস্য সিরাজুল ইসলাম, বাবুল মিয়া, রুহেল আহমদ, আইনুল হক, হেলাল আহমদ, শাহ বাবুল মিয়া, মালেক মিয়া, আপ্তাব আলী, মসাঈদ আলী, রিপন মিয়া, বাচ্ছু মিয়া, খোয়াজ মিয়া, স্বপন পাল, মিছবাউদ্দিন, ছয়ফুল আলম, তোরণ আহমদ, ইয়াছিন আলী, তৈমুছ আলী, সাহেল মিয়া প্রমুখ। দোয়া পরিচালনা করেন বিশ্বনাথ পুরানবাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ খায়রুল ইসলাম ও বিশ্বনাথ নতুনবাজার জামে মসজিদের ইমাম মাওলানা খালেদ আহমদ।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2A4dbIi

November 20, 2018 at 09:22PM
20 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top