ঢাকা, ১১ নভেম্বর- অভিজ্ঞতা হাটে-বাজারে কিনতে পাওয়া যায় না, অভিজ্ঞতা অর্জন করতে হয়। সেটা অনেকবারই প্রমাণ করেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহীম। ঢাকা টেস্টে ২৬ রানে নেই বাংলাদেশের ৩ উইকেট। সিলেটের স্মৃতিই বার বার ফিরে আসছিল মিপুরের গ্যালারিতে। সমর্থকদের যে কজন মাঠে উপস্থিত হয়েছিলেন সকাল সকাল, তাদের সবাই হতাশ। এমন মুহূর্তে প্রায়াজন ছিল একটি দারুণ জুটির। সেই জুটিটাই গড়ে ফেললেন মুশফিকুর রহীম এবং মুমিনুল হক। শুধু তাই নয়, ক্যারিয়ারে সপ্তম সেঞ্চুরি করে বাংলাদেশকে একটা সম্মানজনক জায়গায় নিয়ে যান মুমিনুল হক। মুমিনুলের দেখাদেখি সেঞ্চুরি করে ফেললেন মুশফিকুর রহীমও। ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরির দেখা পেতে মুশফিককে খেলতে হয়েছে ১৮৭ বল। বাউন্ডারি মেরেছেন ১৫টি। বাংলাদেশের হয়ে টেস্টে প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিক। তবে, অনেকবারেই বিপর্যয়ের মুখে দাঁড়িয়ে বাংলাদেশকে রক্ষা করার কৃতিত্ব রয়েছে তার। এবারও সেই কৃতিত্বটা দেখালেন তিনি। ১০০ বলে হাফ সেঞ্চুরি পূরণ করার পর থেমে থাকলেন না। বাংলাদেশ দলকে আরও অনেক দুর এগিয়ে নিয়ে যেতে প্রয়োজন ছিল হাফ সেঞ্চুরির চেয়েও বড় দৃঢ়তার। অবশেষে সেই দৃঢ়তা দেখিয়ে পৌঁছে গেলেন তিন অংকের ঘরে। তথ্যসূত্র: জাগো নিউজ২৪ আরএস/ ১১ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2FgBEQB
November 11, 2018 at 09:50PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন