কেওয়াইসি না করালে হারাতে পারেন এপিজি গ্যাসের সংযোগ

নয়াদিল্লি, ১৭ নভেম্বরঃ ৩০ নভেম্বরের মধ্যে কেওয়াইসি জমা না দিলে এলপিজি গ্যাস সংযোগ হারাতে পারেন ১ কোটিরও বেশি গ্রাহক। সেক্ষেত্রে ১ ডিসেম্বর থেকেই হারাতে পারেন এলপিজি গ্যাস ব্যবহারের অধিকার।

জানা গিয়েছে, কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের তরফে এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন গ্যাস সংস্থাগুলিকে। বলা হয়েছে অবিলম্বে কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে। গ্রাহকদের কেওয়াইসি পূরণের আবেদন জানিয়েছে এইচপি, ইন্ডেনের মত গ্যাস সংস্থাগুলি।
জানা গিয়েছে, বহু সংখ্যক গ্রাহক এখনও কেওয়াইসি করাননি। কিন্তু, কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী, ভুয়ো গ্যাস সংযোগ রুখতে কেওয়াইসি আবশ্যক।
এক্ষেত্রে গ্রাহককে ঠিকানার প্রমাণপত্র গ্যাস সংযোগ প্রদানকারী সংস্থার অফিসে জমা দিতে হবে এবং সঙ্গে একটি ফর্ম পূরণ করতে হবে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zefzfO

November 17, 2018 at 01:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top