টরন্টো, ১ নভেম্বর- কানাডার প্রথম পূর্ণাঙ্গ বাংলা চ্যানেল দেশে বিদেশে টিভি এখন HD (High-Definition) -তে সম্প্রচারিত হচ্ছে। সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার ও কারিগরি দিক উন্নীত করার ফলে দর্শকরা এখন এ চ্যানেলটির মাধ্যমে নিখুঁত আওয়াজ ও ঝকঝকে ছবি উপভোগ করবেন। এর মধ্য দিয়ে দেশে বিদেশে এখন অ্যাডভান্স টেকনোলজি সুবিধা সম্পন্ন একটি অত্যাধুনিক টিভি চ্যানেলে রূপান্তরিত হলো। দেশে বিদেশে টিভি সবসময় দর্শকদের আগ্রহের কথা বিবেচনা করে তাদের অনুষ্ঠানমালা সাজিয়ে থাকে। ২৪ ঘন্টার এ চ্যানেলে প্রতিদিন নতুন নতুন নাটক, টেলিফিল্ম, ধারাবাহিক, পূর্ণদৈর্ঘ চলচ্চিত্র, সাক্ষাৎকার, রান্না বিষয়ক অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, স্বাস্থ্য বিষয়ক, শিক্ষামূলক, উন্নয়ন বিষয়ক, প্রেরণামূলক অনুষ্ঠান প্রচার হয়েথাকে। উইকএন্ড তথা শুক্র, শনি ও রবিবার থাকে বিশেষ অনুষ্ঠানমালা। শুরুতে দেশে বিদেশে টিভি একটি বিনোদনমূলক চ্যানেল হিসেবে আত্মপ্রকাশ করলেও সময়ের দাবী অনুযায়ী তথ্য সেবা প্রদান করা শুরু করে। বর্তমানে এটি বাংলা ভাষায় সম্প্রচারিত একটি ইনফোটেইনমেন্ট (ইনফরমেশন+এন্টারটেইনমেন্ট) ক্যাটাগরির প্রথম শ্রেণীর টিভি চ্যানেল। জনপ্রিয় আইপি প্রোভাইডার জাদু টিভি, রেডিয়ান্ট টিভি, জেম টিভি, বল টিভি, বী-টিভি, আইপি ওয়ার্ল্ড, জাগোবিডি সহ বিভিন্ন প্রোভাইডারদের মাধ্যমে দর্শকরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে দেশে বিদেশে টিভি চ্যানেল দেখে থাকেন। সরাসরি ওয়েবসাইটে (www.deshebideshe.tv) লগইন করা ছাড়াও এন্ড্রয়েড ও আইওএস এর অ্যাপের মাধ্যমে সারা বিশ্বের বাংলাভাষীরা দেশে বিদেশে টিভি চ্যানেলে তাদের পছন্দের অনুষ্ঠানমালা উপভোগ করে যাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায়ও রয়েছে দেশে বিদেশের বলিষ্ঠ উপস্থিতি। যার মাধ্যমে আগ্রহীরা বিভিন্ন সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা পেয়ে থাকেন এবং যখন খুশি হাতে থাকা যে কোন স্মার্ট ডিভাইসের মাধ্যমে লগইন করতে পারেন। ইতিমধ্যে দেশে বিদেশে টিভির ফেসবুক পেজ-(https://ift.tt/2Sz1h1v) এর ভক্ত সংখ্যা ৩৪,০০০ ছাড়িয়ে গেছে। এছাড়াও রয়েছে দেশে বিদেশের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/deshebideshe) যেখানে প্রচারিত অনুষ্ঠানগুলো আপলোড করা হয়ে থাকে। উল্লেখ্য, ২০১৬ সালের ২৮ ফেব্রুয়ারি দেশে বিদেশের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মেট্টো টরন্টো কনভেনশন হল-এ আয়োজিত আনন্দ-উৎসব-অনুষ্ঠানের বিশাল পর্দায় কানাডার প্রথম বাংলা টিভি চ্যানেলটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এর আগে ২৫ ডিসেম্বর ২০১৫ থেকে দেশে বিদেশে টিভির পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়। দেশে বিদেশে টিভির শ্লোগান হচ্ছে শেকডের সাথে সংযোগ। কানাডার বাংলা মিডিয়ার সংক্ষিপ্ত ইতিহাস কানাডার বাংলা গণমাধ্যমের ইতিহাস বেশিদিনের নয়। ১৯৯০ সালে বাংলার মুখ টেলিজার্ণাল দিয়ে এর যাত্রা শুরু। কানাডার বাংলাভাষী কমিউনিটির প্রথম সংবাদ মাধ্যম। শ্র্রোতারা টেলিফোন ডায়াল করার মাধ্যমে সংবাদ শুনতে পেতেন। এরপর ১৯৯১ সালে দেশে বিদেশের আত্মপ্রকাশ। কানাডার প্রথম মুদ্রিত বাংলা পত্রিকা। ৪ পৃষ্ঠা থেকে ৬৪ পৃষ্ঠা; সাদাকালো থেকে রঙিন; একই সাথে দুই শহর (টরন্টো ও নিউইয়র্ক) থেকে প্রকাশ....। তারপর আরো আরো চমক! ১৯৯৮ সালে বর্হিবিশ্বের প্রথম বাংলা অনলাইন পত্রিকা হিসেবে যাত্রা শুরু করে দেশে বিদেশে। এরপর বিগত বছরগুলোতে মোবাইল ভার্সন, অ্যাপস, রেসপন্সিভ ডিজাইনসহ প্রযুক্তির নানান স্তরে বিচরণ শেষে ২০১৩ সালে ইন্টারেক্টিভ ডিজিটাল মিডিয়ায় উত্তরণ ঘটে দেশে বিদেশের। সাপ্তাহিক নয়; দৈনিক নয়; একেবারে ২৪ ঘন্টার একটি পূর্ণাঙ্গ নিউজ পোর্টাল। ইতিমধ্যে লক্ষ লক্ষ পাঠকের পছন্দের দেশে বিদেশে পেজকে ফেসবুক কর্তৃপক্ষ স্বীকৃতি (ভ্যারিফাইড) প্রদান করে (বর্তমানে এর ভক্ত সংখ্যা ২৩ লক্ষেরও অধিক)। সর্বশেষ চমক ছিল ২০১৫ সালের ৬ জুন। এদিন টরন্টোর মীজান অডিটোরিয়ামে হাসিখুশি ক্লাবের বার্ষিক অনুষ্ঠানে দেশে বিদেশের সম্পাদক নজরুল মিন্টো কানাডার প্রথম বাংলা পূর্ণাঙ্গ টিভি চ্যানেল এর ঘোষণা দেন। সামাজিক দায়বদ্ধতা আর্তমানবতার সেবায় চলতি বছরের ফেব্রুয়ারিতে গঠন করা হয়েছে দেশে বিদেশে ফাউন্ডেশন। অসহায় মানুষের চিকিৎসা এবং দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করার লক্ষ্যে এ ফাউন্ডেশনের কর্মকাণ্ড দেশবাসীর দৃষ্টি আকর্ষণ করেছে।



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zilrE9
November 01, 2018 at 07:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top