মহাকাশে পাড়ি দিল দেশের প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট (HysIS)

শ্রীহরিকোটা, ২৯ নভেম্বরঃ দেশের প্রথম হাইপাল স্পেকট্রাল ইমেজিং স্যাটেলাইট (HysIS)-সহ ৩১টি বিদেশী কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠাল ইসরো। সফল উত্‍‌ক্ষেপণ হল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার PSLVC43 রকেট-এর। আজ সকাল ৯ টা ৫৮ মিনিটে অন্ধপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপণ করা হয়। ভারতীয় রকেটে চেপে এই প্রথম মহাকাশে পাড়ি দিল অস্ট্রেলিয়া, কলম্বিয়া, মালয়েশিয়া ও স্পেনের স্যাটেলাইট। তারা ছাড়াও রয়েছে কানাডা, ফিনল্যান্ড ও নেদারল্যান্ডসের স্যাটেলাইট।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RmJoSu

November 29, 2018 at 12:06PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top