পাকিস্তানের ওপেনার ফখর জামানের উইকেট শিকারের মধ্য দিয়ে মাইলফলক স্পর্শ করলেন ডেল স্টেইন। আফ্রিকার প্রথম বোলার হিসেবে ৪২২টি উইকেট শিকার করেছেন ডানহাতি এই পেসার। বুধবার থেকে পাকিস্তানের বিপক্ষে শুরু হবে বক্সিং ডে টেস্ট। তার ঠিক আগের দিন মঙ্গলবার ৩৫ বছর বয়সী স্টেইন জানিয়েছেন, আমি অনেক উইকেট পেয়েছি। আর একটির অপেক্ষা। এটা যদি হয় তবে দারুণ কিছু হবে। এটা অর্জন করা হবে অসাধারণ সম্মানের। টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট শিকার করেছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন। ৭০৮ উইকেট শিকার করে দ্বিতীয় পজিশনে আছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার শেন ওয়ার্ন। টেস্টের সাদা পোশাকে দক্ষিণ আফ্রিকার হয়ে ইতিমধ্যে ৮৯তম টেস্টে ৪২২টি উইকেট শিকার করেছেন ডেল স্টেইন। তার চেয়ে ২০ টেস্ট বেশি খেলে ৪২১ উইকেট শিকার করেছেন সাবেক তারকা পেসার শন পোলক। অবশ্য অনেক আগেই শন পোলকের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার কথা ছিল ডেল স্টেইনের। কিন্তু বারবার ইনজুরিতে আক্রান্ত হওয়ায় দেশের হয়ে সেভাবে খেলতে পারেননি তিনি। ইনজুরির কারণে সবশেষ তিন বছরে মাত্র ৬টি টেস্ট খেলেছেন স্টেইন। নতুন মাইলফলক স্পর্শর করা স্টেইন আরও বলেন, টেস্ট ক্রিকেট এমনই একটি ফরম্যাট যেটা আমাকে ভালো পারফর্ম করতে উজ্জীবিত করে। যতদিন সম্ভব আমি যদি টেস্ট ক্রিকেটটা খেলে যেতে পারি তাহলে সেটা আমার জন্য দারুণ হবে। এমএ/ ০৫:২২/ ২৬ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2CAbIf6
December 26, 2018 at 11:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top