মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) থেকে :: সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নের মরহুম কবি হাসন রাজার বাড়ীর সামনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের জন্য সিলেট সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প গত বুধবার সকাল থেকে শুরু হয়েছে ।
জানা যায়, সিলেট সেনাবাহিনীর ২১ ফিল্ড এ্যম্বুলেন্স এর ব্যাবস্থাপনায় ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রথম দিনে সিলেট সেনানিবাসের অভিজ্ঞ প্রায় ৭০ জন সেনা সদস্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানে অংশ গ্রহন করেন। বর্তমানে সেখানে একশ এর বেশী সেনা সদস্য কাজ করছেন বলে জানা গেছে।
এখানে রয়েছে খতনা বিভাগ, চক্ষু বিভাগ, মেডিসিন বিভাগ এর পাশাপাশি মহিলা সেনা সদস্য দিয়ে গাইনী বিভাগ, সহ আলাদা আলাদা ক্যাম্প তৈরী করে চিকিৎসেবা প্রদান করা হচ্ছে। এলাকার হত দরিদ্র অসহায় মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত পরিবারের অনেক মানুষ এ চিকিৎসা সেবা নিচ্ছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত প্রায় তিন হাজারেরও বেশী রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত রামপাশার মরহুম কবি হাসন রাজার বাড়ির সামনে বিনামূল্যের এই চিকিৎসা সেবা প্রদান অব্যহত থাকবে বলে জানা গেছে।
সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবার অস্থায়ী ক্যাম্প পরিদর্শন করেছেন রামপাশা ইউনিয়ন এর চেয়ারম্যান মোহাম্মদ আলমগীর। অস্থায়ী ক্যাম্পগুলি ঘুরে ঘুরে দেখার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী সদস্যদের সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাসও দিয়েছেন তিনি ।
মোহাম্মদ আলমগীর বলেন, বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা সহ সব ধরনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তায় প্রয়োজনীয় শক্তি ও জনবল সরবরাহ করার পাশাপাশি এ ধরনের চিকৎসা সেবা প্রদান অবশ্যই প্রশংসনীয়। এম্নিতেই বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের দেশের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসা অপরসীম, তার মধ্যে সেনাবাহিনীর এ ধরনের উদ্দ্যেগ অব্যাহত থাকলে তাদের প্রতি মানুষের আস্থা ও ভরসা আরো অনেক শক্তিশালী হবে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Qd6ONC
December 06, 2018 at 12:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন