চুলের ক্ষতি না করেই ঘরে বসে করুন স্ট্রেটনিং

উত্তরবঙ্গ সংবাদ পোর্টালঃ সুন্দর, মসৃন চুল পেতে অনেকেই হেয়ার স্ট্রেটনার ব্যবহার করেন। স্ট্রেটনার ইস্তিরির মতো। এর তাপ চুলের বারোটা বাজিয়ে দিতে পারে। চুল পড়তে পারে। শুষ্ক হয়ে যেতে পারে। কিন্তু তা বলে কি চুলের স্টাইল করবেন না? চুলের ক্ষতি এড়িয়েও স্ট্রেটনার আয়রন কীভাবে ব্যবহার করবেন জেনে নিনঃ

-চুলের নিত্যনতুন স্টাইল করতে হলে একটু দামি স্ট্রেটনার ব্যবহার করা ভালো। তাতে চুল নষ্ট হওয়ার প্রবণতা কম থাকে। সেরামিক প্লেট যুক্ত স্ট্রেটনার বেছে নিন তাতে চুলের উপর অতিরিক্ত তাপ লাগবে না। -স্ট্রেটনার আয়রনের তাপ যাতে চুলের ক্ষতি করতে না পারে, তার জন্য হিট প্রোটেক্টর ব্যবহার করুন। তার মধ্যে অবশ্যই যেন প্রচুর পরিমাণে তেল ও সিলিকন থাকে। তা চুলের ক্ষতি হতে দেবে না।

-চুলের গোঁড়া থেকে ডগা পর্যন্ত আস্তে আস্তে স্ট্রেটনিং করুন। খেয়াল রাখবেন, যাতে কোনওভাবে স্ট্রেটনার স্কাল্পের সংস্পর্শে না আসে। একনাগাড়ে বারবার চুলের উপর স্ট্রেটনার ব্যবহার না করাই ভালো।

-ভেজা চুলের উপর সরাসরি স্ট্রেটনার আয়রন ব্যবহার করা কখনও উচিত নয়। চুলের জল ভালো করে মুছে হালকা শুকিয়ে নিন। তারপর স্ট্রেটনার ব্যবহার করুন। তবে লক্ষ্য রাখতে হবে তাপমাত্রা যেন খুব বেশি না থাকে।

-চুলের ক্ষতি এড়িয়ে স্ট্রেটনিং করার মূলমন্ত্র হল সঠিক তাপমাত্রা। রেগুলার ব্যবহারের ক্ষেত্রে কখনও ৩০০-৩৮০ ডিগ্রির বেশি তাপ ব্যবহার করা উচিত নয়। কোঁকড়ানো চুলের ক্ষেত্রে খুব বেশি হলে ৩৫০ ডিগ্রি তাপ ব্যবহার করা ভালো।

-চুল স্ট্রেটনিং করে চুল ঠান্ডা হতে সময় দিন। তারপর সামান্য সিরাম বা ক্রিম লাগিয়ে নিন চুলে। পার্লার ফিনিশ লুক পেতে হেয়ারস্প্রে করুন। পার্লারের মতো চুলের স্টাইল পাবেন বাড়িতে বসেই।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ei3GJd

December 12, 2018 at 10:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top