প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে পড়বে, বলছেন কেন্দ্রীয় মন্ত্রী

নয়াদিল্লি, ১৯ ডিসেম্বরঃ প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি মতো প্রত্যেক ভারতবাসীর অ্যাকাউন্টে জমা পড়বে ১৫ লক্ষ টাকা। তবে তাতে কিছু সময় লাগবে। এমনটাই জানালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আথাওয়ালে। ২০১৪ সালে লোকসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদি বলেছিলেন, ক্ষমতায় এলে ১০০ দিনের মধ্যে বিদেশ থেকে কালো টাকা উদ্ধার করে দেশে ফেরানো হবে। যা থেকে প্রত্যেক অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা করা হবে।

এক সাক্ষাৎকারে আথাওয়ালে বলেন, ‘আমরা রিজার্ভ ব্যাংক থেকে টাকা চেয়েছি, কিন্তু তারা দিচ্ছে না। প্রযুক্তিগত ত্রুটির কারণে অর্থ সংগ্রহে সমস্যা হচ্ছে।’

ক্ষমতায় এসে কালো টাকা ফেরাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু এসব সিদ্ধান্তের জেরে কালো টাকা ফেরেনি, উলটে সাধারণ মানুষ সমস্যায় পড়েছে বলে অভিযোগ বিরোধীদের। অ্যাকাউন্টে ১৫ লক্ষ টাকা করে জমা হবে বলে নরেন্দ্র মোদি যে আশ্বাস দিয়েছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছে তারা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PNucMS

December 19, 2018 at 02:46PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top