কলকাতা, ২০ ডিসেম্বরঃ শপথ নিলেন রাজ্যের চার নতুন মন্ত্রী। রাজভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে তাঁদের শপথবাক্য পাঠ করান রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। আজই তাঁদের মধ্যে দপ্তর বণ্টন করে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দমকল দপ্তরের স্বাধীন দায়িত্ব দেওয়া হয়েছে সুজিত বসুকে। পরিকল্পনা ও পার্লামেন্টারি অ্যাফেয়ার্স দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হলেন তাপস রায়। শ্রম দপ্তরের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে নির্মল মাজিকে। ক্ষুদ্র কুটির শিল্প দপ্তরের প্রতিমন্ত্রী করা হয়েছে রত্না ঘোষকে।
আবাসন দপ্তরের দায়িত্ব পেলেন চন্দ্রিমা ভট্টাচার্য। এই দপ্তর ছিল শোভন চট্টোপাধ্যায়ের হাতে। মলয় ঘটকের হাত থেকে শ্রম দফতর বেরিয়ে এল নির্মল মাঝির হাতে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A45IK4
December 20, 2018 at 05:44PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন