ছুটিতে পাইলটরা, বাতিল জেট এয়ারওয়েজ-এর ১৪টি বিমান

নয়া দিল্লি, ৩ ডিসেম্বরঃ বকেয়া বেতনের দাবিতে অসুস্থতার কারণ দেখিয়ে বেশ কয়েকজন বিমানচালক ছুটিতে চলে যাওয়ায় সমস্যায় পড়ল ভারতের অন্যতম যাত্রীবাহী বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। রবিবার সংস্থাকে মোট ১৪টি উড়ান বাতিল করতে হয়। যদিও বেতন সংক্রান্ত কোনও সমস্যার কথা অস্বীকার করেছে জেট এয়ারওয়েজ।

জানা গিয়েছে, দীর্ঘ দিন ধরেই আর্থিক লোকসানে চলছে জেট এয়ারওয়েজ। সঠিক সময়ে মিলছে না বেতন। আর বেতন না মেলার এই তালিকায় রয়েছেন বিমানের চালক থেকে শুরু করে উচ্চপদস্থ আধিকারিকরাও। তাই খানিকটা বিরক্ত হয়েই এদিন কয়েকজন বিমানচালক কোম্পানির চেয়ারম্যান নরেশ গোয়েলকে চিঠি লিখে জানিয়ে দেন তাঁরা এভাবে আর কাজ করতে পারছেন না।

তবে, যান্ত্রিক গোলযোগের কারণে উড়ান বাতিল করা হয়েছে বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বাতিল উড়ান সম্পর্কে বিবৃতিতে বলা হয়েছে, ওই ১৪টি উড়ানের যাত্রীদের উড়ান বাতিল হওয়ার খবর জানিয়ে দেওয়া হয়েছে। ইচ্ছুক যাত্রীদের জন্য বিকল্প উড়ানের ব্যবস্থা করা হয়েছে এবং বাকিদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Pgtur8

December 03, 2018 at 03:11PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top