উত্তুরে হাওয়ার দাপট, তাপমাত্রা কমছে রাজ্যজুড়ে

নিউজ ব্যুরো, ২০ ডিসেম্বরঃ ফেতাইয়ের প্রভাবে বৃষ্টিপাতের পরই তাপমাত্রা কমতে শুরু করেছে রাজ্যজুড়ে।  বুধবার কলকাতার তাপমাত্রা ছিল ১৪.১ ডিগ্রি সেলসিয়াস। আকাশ পরিষ্কার থাকায় বেড়েছে উত্তুরে হাওয়ার দাপট। আর তার জেরেই কমছে তাপমাত্রা। আগামী ৪৮ ঘণ্টায় তাপমাত্রা আরও কমে যেতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। ২৫ ডিসেম্বর নাগাদ কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে যেতে পারে। ইতিমধ্যেই বাঁকুড়া, বীরভূমের তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমে গিয়েছে। বড়দিনের সময় জেলার তাপমাত্রা ৯ ডিগ্রিতেও নেমে যেতে পারে। একই পরিস্থিতি উত্তরবঙ্গেও। শিলিগুড়ি সহ উত্তরের অন্য জেলাগুলিতে জাঁকিয়ে পড়েছে শীত। সকালের দিকে আকাশে মেঘ থাকলেও কুয়াশার দাপট সেভাবে নেই। রাতের দিকে পরিষ্কার আকাশের জন্য দ্রুত কমছে তাপমাত্রা। দার্জিলিংয়ে তুষারপাতের জেরে শিলিগুড়ি শহরের তাপমাত্রা আরও নামতে পারে বলে মনে করছেন আবহবিদরা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QIZgTg

December 20, 2018 at 11:24AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top