ডাম্পার ও টোটোর সংঘর্ষ, গুরুতর জখম ১

ময়নাগুড়ি, ৩০ ডিসেম্বরঃ ডাম্পার ও টোটোর সংঘর্ষে গুরুতর জখম হল এক কিশোর। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ১১টা নাগাদ রানীর হাট মোড় থেকে নতুন বন্দর যাওয়ার পথে রানীরহাট মোড়ের কাছে। আহত টোটোযাত্রীর নাম কার্তিক মন্ডল (১৭)। তাকে চিকিৎসার জন্য় জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অল্পের জন্য বেঁচে গিয়েছেন টোটো চালক তপন বসাক সহ অন্য যাত্রীরা।

জানা গিয়েছে, ডাম্পারের ধাক্কায় যাত্রী সহ টোটোটি রাস্তার ধারে উল্টে যায়। দুর্ঘটনার জেরে পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে টোটোটি। তবে ডাম্পারটি দুর্ঘটনার পর দ্রুত গতিতে সেখান থেকে বেড়িয়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এবং কিছু টোটো চালক যাত্রী সহ দুর্ঘটনাগ্রস্ত টোটোটিকে উদ্ধার করে। পরে রানীর হাট মোড়ের টোটো চালকরা ঘটনার প্রতিবাদে কিছু সময়ের জন্য রানীর হাট মোড়ের কাছে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে। তবে কিছুক্ষন পরে অবরোধ তুলে নেওয়া হয়। টোটো চালক তপন বসাক ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় চরচূড়াভান্ডার গ্রাম পঞ্চায়েত সদস্য সুভাষ মন্ডল বলেন, ‘ডাম্পারটিকে ধরা যায়নি । তবে ময়নাগুড়ি থানায় এবিষয়ে এফআইআর করা হবে এবং টোটো চালকের ক্ষতি পূরণের ব্যবস্থা করা যায় কিনা সেটাও দেখা হবে।’

সংবাদদাতাঃ জগন্নাথ রায়



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Snxjgh

December 30, 2018 at 03:00PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top