কলকাতা, ২১ ডিসেম্বরঃ রথযাত্রা নিয়ে সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। রথযাত্রায় সম্মতির নির্দেশে স্থগিতাদেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মামলাটি ফের বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চে ফেরত পাঠিয়েছে প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত ও শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ।
বৃহস্পতিবার শর্তসাপেক্ষে রাজ্যে রথযাত্রার সম্মতি দিয়েছিল সিঙ্গল বেঞ্চ। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আবেদন করে রাজ্য সরকার। তার শুনানিতে সিঙ্গল বেঞ্চের রায়ে স্থগিতাদেশ দিয়েছে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
প্রধান বিচারপতি বলেন, ‘সিঙ্গল বেঞ্চের রায় তথ্যনির্ভর নয়। রাজ্যের গোয়েন্দা রিপোর্ট খুলে দেখা হয়নি। সেই রিপোর্ট খোলা প্রয়োজন ছিল।’ সব রিপোর্ট দেখে, পুরো মামলা খতিয়ে দেখার পরই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে আদালত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2S8YtaK
December 21, 2018 at 05:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন