মেখলিগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রী

মেখলিগঞ্জ, ৭ ডিসেম্বরঃ এক স্কুল ছাত্রী নিখোঁজ হওয়ার ঘটনায় চাঞ্চল্য মেখলিগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্তবর্তী ভোটবাড়ি গ্রামপঞ্চায়েতের ৭৭ নিজতরফ গ্রামে। নিখোঁজ ছাত্রীর নাম বুলবুলি বেগম। ভোটবাড়ি সিতানাথ হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী সে।

জানা গিয়েছে, বুলবুলির মা চা বাগানে দিনমজুরির কাজ করেন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত ওই কিশোরি বাড়িতে একাই ছিল। বেলা এগারোটার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। দিনভর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও তার হদিস মেলেনি। বাধ্য হয়ে কিশোরির মা ছপিয়া খাতুন বৃহস্পতিবারই এবিষয়ে মেখলিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। পরিবারসূত্রে খবর, দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিল বুলবুলি। চিকিৎসাও চলছিল তার। অনেকটা সেরেও উঠছিল। কিন্তু পরিবারের আর্থিক অনটনের কথা ভেবে সে নাকি মাঝেমধ্যেই হতাশায় ভুগত। ছাত্রীর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনার তদন্ত চলছে।

সংবাদদাতাঃ গৌতম সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RGFaFD

December 07, 2018 at 07:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top