মহারাষ্ট্রে রাম মন্দিরের দাবিতে ‘‌ধর্ম সভা’‌ করবে শিবসেনা

মুম্বই, ৫ ডিসেম্বরঃ মহারাষ্ট্রে রাম মন্দিরের দাবিতে ‘‌ধর্ম সভা’‌ করবে শিবসেনা। এমনটাই জানালেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তিনি জানান, ২৪ ডিসেম্বর মহারাষ্ট্রের মন্দির বেষ্টিত শহর পন্ধারপুরে এই ‘‌ধর্ম সভা’‌ করা হবে। ধর্মীয় এই সভাতে এনডিএ সরকার তথা বিজেপিকে রাম মন্দির নির্মাণের তারিখ দ্রুত ঘোষণা করার দাবি জানানো হবে। অযোধ্যায় রাম মন্দিরের দাবি নিয়ে সম্প্রতি সভা করেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে এবং বিশ্ব হিন্দু পরিষদ।

উদ্ধব ঠাকরে বলেন, ‘‌ধর্ম সভার মধ্য দিয়ে আমরা নরেন্দ্র মোদি সরকারের কুম্ভকর্ণের ঘুম ভাঙাবো এবং শীঘ্রই রাম মন্দির তৈরি করার দাবি জানাবো।’ তিনি বলেন, ‘সরকার কখনোই সুপ্রিমকোর্টের ঘাড়ে দোষ চাপিয়ে দিতে পারে না। সরকারকে বলা হয়েছে এই সমস্যা সমাধানের জন্য তারা নতুন বিধান নিয়ে আসুক। পন্ধারপুরের এই ধর্ম সভা থেকে বিজেপি সরকারকে আবারও তা মনে করিয়ে দেওয়া হবে।’

উদ্ধব ঠাকরে জানান, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে এই রাম মন্দিরকে হাতিয়ার করে বিজেপিকে সরকারের আসন থেকে সরাতে হবে। তাই এখন থেকেই রাম মন্দির নিয়ে সরব হওয়া দরকার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zM4kvv

December 05, 2018 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top