বনগাঁ, ৪ ডিসেম্বরঃ উত্তর ২৪ পরগনার বনগাঁয় ৩০টি সোনার বিস্কুট সহ এক পাচারকারীকে আটক করল শুল্ক দপ্তর| ধৃতের নাম সমীর হালদার| গোপন সূত্রের খবরের ভিত্তিতে সোমবার রাতে বনগাঁর জামতলা এলাকায় তল্লাশি অভিযান চালান শুল্ক দপ্তরের কর্মীরা। সেই সময় ৩০টি সোনার বিস্কুট সহ পাচারাকারীকে আটক করা হয়। ধৃত যুবককে জেরা করে জানা গিয়েছে, বাংলাদেশের এক ব্যক্তি তাকে ওই সোনার বিস্কুটগুলি দিয়েছিল। ওই বিস্কুটগুলি বনগাঁ স্টেশন সংলগ্ন এলাকায় একজনের কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল ওই যুবকের।
শুল্ক দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া ৩০টি সোনার বিস্কুটের মোট ওজন সাড়ে ৩ কেজি। যার বাজার মূল্য প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QbN513
December 04, 2018 at 11:25AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন