দমদমে শ্যুটআউট, মৃত এক

কলকাতা, ২৯ ডিসেম্বরঃ দমদম গোরাবাজারের কাছে প্রকাশ্যে শ্যুটআউট। দমদম থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে দুষ্কৃতীদের গুলিতে খুন যুবক। মৃত যুবকের নামে গণেশ কুণ্ডু। আরবিসি রোড এলাকায় দোকানের কর্মী সে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ মাফলারে মুখ ঢেকে বাইকে করে এসে দুষ্কৃতীরা ওই যুবককে লক্ষ্য করে গুলি করে। গুলি লাগে যুবকের মাথায়। এরপর তারা নাগের বাজারের দিকে পালিয়ে যায়। প্রথমে তাকে স্থানীয় দমদম পৌর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে, তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এলাকায় বন্ধ সমস্ত দোকানপাট।

জানা গিয়েছে, স্বস্তিক ডেকরেটার্স নামে ওই দোকানের মালিক প্রণব সাহা। তিনি এদিন দোকানে ছিলেন না। দোকানে কাজ করছিলেন কর্মী গণেশ কুণ্ডু। তাঁকেই গুলি করে ওই দুষ্কৃতীর দল। তবে কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়। দমদম ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মিতা চ্যাটার্জির সঙ্গে ভালো সম্পর্ক ছিল গণেশের। ফলে খুনের সঙ্গে কোনও রাজনৈতিক কারণ জড়িয়ে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে অনেকেই মনে করছেন, ব্যবসায়িক দ্বন্দ থেকেও এই খুনের ঘটনা ঘটে থাকতে পারে।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SszJdU

December 29, 2018 at 12:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top