লখনউ, ৯ ডিসেম্বরঃ এবার বিশ্ববিদ্যালয়ের নামও বদলে যেতে পারে উত্তরপ্রদেশে। এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের নাম বদল করে প্রয়াগরাজ স্টেট ইউনিভার্সিটি করার প্রস্তাব গেল রাজ্য সরকারের কাছে। প্রস্তাবটি পাঠিয়েছেন এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। সেই প্রস্তাব রাজ্যপাল রাম নায়েকের কাছে পাঠানো হবে। রাজ্যপাল সবুজ সংকেত দিলেই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন হয়ে যাবে।
উত্তরপ্রদেশ সরকার সম্প্রতি এলাহাবাদের নাম প্রয়াগরাজ এবং ফৈজাবাদ জেলার নাম বদলে অযোধ্যা করেছে। এরপরই রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী দীনেশ শর্মার দাবি, জেলার নাম যেহেতু বদল হয়েছে তাই জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের নামও বদলে ফেলা উচিত। ফলে ওই তালিকায় থাকার কথা এলাহাবাদ বিশ্ববিদ্যালয়েরও।
সম্প্রতি এলাহাবাদের নাম বদলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে একটি জনস্বার্থ মামলা হয় এলাহাবাদ হাইকোর্টে। সেই মামলা খারিজ হয়েছে। আদালত জানিয়ে দেয়, নাম বদল নিয়ে কোনও অভিযোগ থাকলে তা সরকারের কাছে আগে অভিযোগ করা উচিত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G7Bn2Q
December 09, 2018 at 02:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন