প্রধানমন্ত্রীর বিদেশ সফরে বিমানের পেছনেই খরচ দু’হাজার কোটি টাকা

নয়াদিল্লি, ২৯ জানুয়ারিঃ ২০১৪ সালের জুন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরকালে চার্টার্ড বিমানের রক্ষণাবেক্ষণ এবং হটলাইন সুবিধাগুলির পিছনে ২,০২১ কোটি টাকা ব্যয় করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ খরচ নিয়ে রাজ্যসভায় প্রশ্নের উত্তর দেন বিদেশ প্রতিমন্ত্রী ভিকে সিং। ২০১৪ থেকে ২০১৮ সালের মধ্যে বিদেশের কোন কোন জায়গায় প্রধানমন্ত্রী গিয়েছেন তারও সম্পূর্ণ তালিকা পেশ করেছেন তিনি।

তিনি আরও জানান, ২০১৪ সালে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ছিল ৩০,৯৩০.৫ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৩৪৭৮.২৭ মিলিয়ন মার্কিন ডলারে।

বিদেশ প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী এই চার বছরে প্রধানমন্ত্রী চার্টার্ড বিমানের রক্ষণাবেক্ষণের জন্যে খরচ হয়েছে ১৫৮৩.১৮ কোটি টাকা। ২০১৪ সালের ১৫ জুন থেকে ২০১৮ সালের ৩ ডিসেম্বর পর্যন্ত চার্টার্ড বিমানের খরচ পড়েছে ৪২৯.২৫ কোটি এবং হটলাইন পরিসেবার জন্যে খরচ হয়েছে ৯ কোটি ১১ লক্ষ টাকা। ৪৮টি বিদেশ সফরে প্রধানমন্ত্রী প্রায় ৫৫টি দেশে গিয়েছেন। কিছু কিছু দেশে একাধিকবারও গিয়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2LCyohO

December 29, 2018 at 02:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top