বিমানবন্দের এবার বডি স্ক্যানার

নয়াদিল্লি, ২৮ ডিসেম্বরঃ এবার ভারতের বিমানবন্দরগুলোতেও চালু হতে চলেছে বডি স্ক্যানিংয়ের প্রক্রিয়া। ২০১৯ সালের মধ্যেই প্রত্যেক বিমানবন্দরে বসানো হবে বডি স্ক্যানার যন্ত্র।
ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটির তরফে দ্রুত প্রকাশ করা হবে এই সব স্ক্যানারের প্রযুক্তিগত বৈশিষ্ট্য। এর ভিত্তিতেই বিমানবন্দরগুলি বডি স্ক্যানার বসাবে। এর ফলে আর যাত্রীদের সিকিউরিটি চেকিংয়ের লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না। বডি স্ক্যানার চালু হলে এই সমস্যা মিটবে।
তবে ভারতের অ্যাটোমিক এনার্জি রেগুলেটরি বোর্ড ফুল ট্রান্সমিশন স্ক্যানার লাগানোর অনুমতি দেয়নি। এর থেকে যে রেডিয়েশন বেরোয় তাতে যাত্রীদের শারীরিক ক্ষতি হতে পারে। অতএব বিমানবন্দরগুলিতে ব্যবহার করা হবে অ্যাকটিভ অ্যান্ড প্যাসিভ মিলিমিটার ওয়েভ বডি স্ক্যানার।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EPnXWU

December 28, 2018 at 02:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top