দিনহাটা, ২৯ ডিসেম্বরঃ কোচবিহারে শুরু হল বনবান্ধব উৎসব ২০১৮-১৯। শনিবার কোচবিহার জেলা বনদপ্তরের ব্যবস্থাপনায় দিনহাটা-১ ব্লকের গোসানিমারি মুক্তমঞ্চ প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন বনমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা বিধায়ক উদয়ন গুহ, এনবিএসটিসির চেয়ারম্যান তথা বিধায়ক মিহির গোস্বামী, সাংসদ পার্থপ্রতিম রায় এবং ডিভিশনাল ফরেস্ট অফিসার বিমান কুমার বিশ্বাস প্রমুখ।
বন দপ্তরের তরফে জানানো হয়েছে, ২৯ ও ৩০ ডিসেম্বর দু’দিন ব্যাপী চলবে এই উৎসব। বন ও বন্যপ্রাণী সংরক্ষণ এবং শ্রীবৃদ্ধিতে বনবান্ধব (জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কমিটি)-এর বিশেষ ভূমিকাকে গুরুত্ব দিতেই রাজ্যের অন্যান্য জেলার মতো এই জেলাতেও বনবান্ধব উৎসবের আয়োজন করা হয়েছে।
সংবাদদাতাঃ পার্থসারথী রায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2GGUGAa
December 29, 2018 at 09:45PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন