মুর্শিদাবাদে প্রচণ্ড শীতে মৃত্যু ভবঘুরে ব্যক্তির

মুর্শিদাবাদ, ২০ ডিসেম্বরঃ অবশেষে মৃতদেহ সৎকার হল মানসিক ভারসাম্যহীন ভবঘুরে এক ব্যক্তির। তা সম্ভব হয়েছে গ্রামবাসীদের মানবিকতায়। শীতের সকালে রাস্তার পাশে খোলা বারান্দায় মাটিতে পড়ে তাকে ছটফট করতে দেখে তৎপর হন স্থানীয় মানুষজন। স্থানীয়রা তাকে বাঁচানোর চেষ্টা করলেও বাঁচানো সম্ভব হয়নি তাকে। অবস্থার ক্রমাবনতি হলে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রচন্ড শীতে মৃত্যু হয়েছে বলে জানানো হয়েছে হাসপাতালের তরফে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের দৌলতাবাদ থানা এলাকার ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরে ওই এলাকাতেই ঘুরে বেড়াতে দেখা যাচ্ছিল মানসিক ভারসাম্যহীন মাঝবয়সী ওই ব্যক্তিকে। অজ্ঞাত পরিচয় হলেও সাহায্যের হাত বাড়িয়ে দিতে দেখা গিয়েছে স্থানীয়দের। এদিন সকালে তার মৃত্যুর পর মৃতদেহ সৎকারের জন্য খবর দেওয়া হয় থানায়। পরে গ্রাম পঞ্চায়েতে খবর দেওয়া হলে স্থানীয়দের সহযোগিতায় মৃতদেহ সৎকার করা হয়।

সংবাদদাতাঃ মিঠুন হালদার

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2rKXJwO

December 20, 2018 at 05:08PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top