মালবাজার, ৩ ডিসেম্বরঃ পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ পরিচালিত অষ্টাদশ নাট্যমেলায় সাড়া ফেলল ডুয়ার্সের মালবাজারের নাট্যদল অ্যাক্টোওয়ালা। রবিবার রাতে কলকাতার শিশির মঞ্চে অ্যাক্টোওয়ালার ‘আত্মজ’ নাটকটি পরিবেশিত হয়। নাটকের বিষয়বস্তু, অভিনয়, শেষ দৃশ্য ইত্যাদি দর্শকদের মন জয় করেছে। নাটকের শেষে আয়োজকদের তরফে নাটকের দলকে সংবর্ধিত করা হয়। অ্যাক্টোওয়ালার পক্ষে সম্পাদক সুধাংশু বিশ্বাস, কোশাধ্যক্ষ সাধন দাশগুপ্ত প্রমুখ বলেন, ‘আমরা দর্শক, শ্রোতাদের এত ভালবাসা পেয়ে গর্বিত অনুভব করছি। এধরনের অভিজ্ঞতা আমাদের অনুপ্রেরনা জোগাবে।’
উল্লেখ্য, অ্যাক্টোওয়ালা ইতিমধ্যেই রাজ্যজুড়ে বহু নাটক পরিবেশন করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এর আগে কলকাতার বিভিন্ন মঞ্চ ছাড়াও হাওড়ার সালকিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে অ্যাক্টোওয়ালার নাটক পরিবেশিত হয়েছে। আগামী ২০ থেকে ২৩ শে ডিসেম্বর মাল পুরসভার সহযোগিতায় সুভাষিনী বালিকা বিদ্যালয়ের রবীন্দ্রভবনে অ্যাক্টোওয়ালার অষ্টম বছরের মাল নাট্যোত্সব অনুষ্ঠিত হতে চলেছে। উত্তর ও দক্ষিনবঙ্গের বারোটি দল নাটক পরিবেশন করবে সেখানে। বর্তমানে তারই প্রস্তুতি চলছে।
সংবাদদাতাঃ বিদেশ বসু
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QdXUzK
December 03, 2018 at 12:23PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন