সিলেট, ১৭ ডিসেম্বর- টেস্ট এবং ওয়ানডে সিরিজ জয়ের পর এবার ক্যারিবীয়দের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি জয়ের মিশন। সিলেটেই শেষ হয়েছিল ওয়ানডে সিরিজ। সেখান থেকেই শুরু হতে যাচ্ছে সংক্ষিপ্ততম সংস্করণের সিরিজ। প্রথম ম্যাচেই সিলেটের লাক্কাতুরায় টস জিতলেন সাবিক আল হাসান এবং টস জিতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শিশির সমস্যার কারণে সিলেটের টি-টোয়েন্টি ম্যাচটির সময় ২ ঘণ্টা এগিয়ে আনা হয়। যে কারণে বেলা আড়াইটার পরিবর্তে ম্যাচ শুরু হচ্ছে দুপুর সাড়ে ১২টায়। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে সিরিজ হারিয়েছিল বাংলাদেশ। ফ্লোরিডার লডারহিলে পরপর দুই ম্যাচে পরাজিত হয়েছিল ক্যারিবীয়রা। এবার ঘরের মাঠেই একই ফরম্যাটে ক্যারিবীয়দের মুখোমুখি টাইগাররা। এই ম্যাচে ভিন্ন একটি একাদশ নিয়েই মাঠে নামছে টাইগাররা। ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন, স্পিনার নাজমুল অপু কিংবা পেসার রুবেল হোসেন নেই একাদশে। দলে আনা হয়েছে পেসার আবু হায়দার রনি, দুই অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং আরিফুল ইসলামকে। বাংলাদেশ একাদশ সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, সাইফউদ্দিন ও আবু হায়দার রনি। সূত্র: জাগোনিউজ আর/০৮:১৪/১৭ ডিসেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2PLti3u
December 17, 2018 at 07:51PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন