কুমারগ্রাম, ৬ ডিসেম্বরঃ সামাজিক দায়বদ্ধতাকে পাথেয় করে প্রত্যন্ত নিউল্যান্ডস চা বাগানে স্বাস্থ্য পরীক্ষা শিবির করল এসএসবি। বৃহস্পতিবার এসএসবি-র বারবিশা সাব এরিয়া অফিসের উদ্যোগে এবং ফালাকাটা এরিয়া অফিসের সহযোগিতায় কুমারগ্রামের নিউল্যান্ডস চা বাগান প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সমাজসেবামূলক একাধিক কর্মসূচীর আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন এসএসবি-র এরিয়া অর্গানাইজার টিপি মং, সাব এরিয়া অর্গানাইজার অঞ্জন লামা, গোয়েন্দা শাখার আধিকারিক, প্যারা মেডিকেল এবং প্যারা ভেটেরিনারি স্টাফ সহ জওয়ানরা।
এদিন চা শ্রমিক মহল্লার দেড় শতাধিক বাসিন্দা ডাক্তার দেখিয়ে বিনামূল্যে ওষুধ নেন। এছাড়া সচেতন করা হয় ব্যালেন্সড ডায়েট সম্পর্কে। এসএসবি-র অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট তথা ডাঃ বিবি সিং এদিন শিবিরে আসা পুরুষ, মহিলা এবং শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। এছাড়ও এদিন এসএসবি-র পশু চিকিৎসক তথা অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট এনএম দেবী গৃহপালিত ছাগল, ভেড়া, গরু, হাঁস, মুরগী এমনকি শুকরের স্বাস্থ্য পরীক্ষা করে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেন।
এছাড়া কন্যা সন্তানের প্রতি যত্নবান হতে, তাদের অধিকার সম্পর্কে সচেতন করতে অভিভাকদের নিয়ে বৈঠক করা হয়।
সংবাদদাতাঃ নৃসিংহপ্রসাদ গঙ্গোপাধ্যায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G4NJIQ
December 06, 2018 at 05:49PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন