হারের ধাক্কায় অসুস্থ হয়ে হাসপাতালে ২ হেভিওয়েট প্রার্থী

হায়দরাবাদ, ১২ ডিসেম্বরঃ তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে হেরে যাওয়ার ধাক্কা মেনে নিতে পারেননি দুই হেভিওয়েট প্রার্থী। ফলপ্রকাশ শুরু হতেই জয় বিপক্ষের দিকে চলে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লেন তাঁরা। ভরতি করাতে হল হাসপাতালে।

হঠাত্ই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভরতি করা হয় নালগোন্ডার পরাজিত কংগ্রেস প্রার্থী কোমাতিরেড্ডি ভেঙ্কটরেড্ডিকে। বিপক্ষ টিআরএস প্রার্থী কানচারলা ভুপাল রেড্ডির কাছে ৮,৬৩৩ ভোটে হেরে যাওয়ার পরই হঠাৎ রক্তচাপের কারণে জ্ঞান হারান তিনি। তবে তাঁকে হাসপাতালে ভরতি করা হয়নি বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। অনেকের মতে, তিনি নিয়মমাফিক চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।

অপরদিকে, পালেরে কংগ্রেস প্রার্থী কান্ডালা উপেন্দ্র রেড্ডির কাছে ৭,৬৬৯ ভোটে হেরে যাওয়ার পরই শারীরিক অবস্থার অবনতি হয় টিআরএস প্রার্থী তথা প্রাক্তন মন্ত্রী তুম্মালা নাগেশ্বর রাওয়ের। বুকে ব্যাথা শুরু হওয়ায় তাঁকে খাম্মামের একটি হাসপাতালে ভরতি করা হয়। তিনবার টিডিপি-র হয়ে দাঁড়িয়ে অন্ধ্রপ্রদেশ বিধানসভায় জয়ী হয়েছেন তুম্মালা।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2EdNfOa

December 12, 2018 at 04:28PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top