যুবককে বাইক থেকে নামিয়ে খুনের অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনা, ১০ ডিসেম্বরঃ বাইক থেকে নামিয়ে যুবককে খুনের অভিযোগ উঠল দুষ্কৃতিদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার খেজুরতলা এলাকায়। নাজিরুদ্দিন সরকার নামে মৃত ওই ব্যক্তি এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন।

জানা গিয়েছে, রবিবার রাতে কাজ সেরে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। সঙ্গে ছিলেন ভাই ও শ্যালক। সেই সময় বাইক থেকে নামিয়ে পরপর গুলি চালানো হয় তাঁর উপর। ভয়ে পালিয়ে যান বাকি দু’জন। স্থানীয়রা নাজিরুদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L5YU33

December 10, 2018 at 05:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top