ফের ধ্বস শেয়ারবাজারে

মুম্বই, ৬ ডিসেম্বরঃ ফের ধ্বস নামল শেয়ার বাজারে। বৃহস্পতিবার ৫৭২ পয়েন্ট পড়ল সেনসেক্স। বাজার বন্ধের সময় সেনসেক্স ছিল ৩৫,৩১২ পয়েন্ট। এর মধ্যে শেষ কয়েক ঘণ্টার হিসেব আলাদা করে দেখলে বোঝা যাবে সেনসেক্স পড়েছে ৬১৭ ঘণ্টা। অন্যদিকে, মোট ১৮১ পয়েন্ট পড়েছে নিফটিও। বাজার বন্ধ হওয়ার সময় নিফটি ছিল ১০,৬০১ পয়েন্ট। নভেম্বর মাসের ২২ তারিখের পর কখনও এতটা নীচে নামেনি নিফটি।

নিফটির মধ্যে ইন্ডিয়াবুল হাউজিং, মারুতি সুজুকি, বাজাজ ফাইন্যান্সের মত সংস্থার শেয়ারের দাম কমেছে। এর আগে রেপো রেট অপরিবর্তিত রাখে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রেপো রেট ৬.২৫ শতাংশই থাকল। তেলের দাম বাড়া এবং ডলারের তুলনায় টাকার দাম কমার পর এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। তারই প্রভাব আজ বাজারে পড়েছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2L0mzln

December 06, 2018 at 10:10PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top