প্রয়াত কীংবদন্তী পরিচালক মৃণাল সেন

কলকাতা, ৩০ ডিসেম্বরঃ প্রয়াত কীংবদন্তী চলচ্চিত্র পরিচালক মৃণাল সেন। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে জীবনাবসান হয় তাঁর। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন তিনি। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে একটা যুগের অবসান হল বলে মনে করছেন অনেকে।

সত্যজিত্ রায়, ঋত্বিক ঘটকের সমসাময়িক এই প্রবাদপ্রতীম পরিচালকের সৃষ্টি মুগ্ধ করেছে সিনেপ্রেমীদের। পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছিলেন তিনি। পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কার। ভুবন সোম, কোরাস, মৃগয়া ও অকালের সন্ধানে-সহ ১৬টি ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন। তাঁর অন্যান্য অসামান্য সৃষ্টি, খারিজ, কলকাতা ৭১, পুনশ্চ, বাইশে শ্রাবণ, একদিন প্রতিদিন, পদাতিক।

তাঁর প্রয়াণে শোকের ছায়া চলচ্চিত্র জগৎ থেকে রাজনৈতিক মহলে৷ ট্যুইটারে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ লেখেন, মৃণাল সেনের প্রয়াণে অপূরণীয় ক্ষতি হল চলচ্চিত্র জগতের৷ পাশাপাশি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি গভীর শোকপ্রকাশ করেছেন পরিচালকের মৃত্যুতে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2SsOBZs

December 30, 2018 at 02:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top