বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: বাসিয়া নদী পুণ:খনন ও নদীর তীরে অবৈধ্য স্থাপনা উচ্ছেদের দাবিতে মানববন্ধন অব্যাহত রেখেছে বিশ্বনাথের বাচাঁও বাসিয়া নামের একটি সামাজিক সংগঠন। ধারাবাহিকতায় আজ শনিবার বাসিয়া সেতুর ওপর মানববন্ধন করে সংগঠনের নেতৃবৃন্দ। এতে সর্বস্থরের লোকজন মানববন্ধনে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেছেন, একটি জাতীয় স্বার্থের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছে বিশ্বনাথের মানুষ। আন্দোলন করলে কিছু কাজ হয় আর আন্দোলন না করলে কাজ বন্ধ করে দেয়া হয়। তারা বলেন, আর কত মানববন্ধন করলে মুক্তি পাবে বাসিয়া নদী, মুক্তি পাবে বিশ্বনাথের মানুষ? নেতৃবৃন্দ জরুরী ভিত্তিতে বাসিয়া নদী খনন ও অবৈধ্য স্থাপনা উচ্ছেদের জন্য সরকারের প্রতি আবারও জোরদাবী জানিয়েছেন।
শনিবার দুপুরে ‘বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের ব্যানারে মানববন্ধনে পরিষদের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন-রাজনীতিবীদ শেখ শহীদুল ইসলাম, বাবুল মিয়া, সিরাজুল ইসলাম সিরাজ, শাহাজান সিরাজ, আব্দুল বাতিন, সংগঠক লুকমান হোসেন, ইকবাল হোসেন, শেখ কাওসার আলী, সিজিল মিয়া, শানুর আলী জয়দু, মামুনুর রহমান, আজাদ মিয়া, ফারুক মিয়া, খালেদ মিয়া, এসএ সাজু, বকুল আহমদ, আব্দুস সামাদ, রুবেল মিয়া, শিপন আহমদ, ছালেহ আহমদ, কয়েস মিয়া, মারুফ মিয়া, আবু সুফিয়ান ও আমজাদ মিয়া প্রমুখ।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2AE5KIe
December 01, 2018 at 06:19PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন