দুটি অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য রায়গঞ্জে

রায়গঞ্জ, ১৬ ডিসেম্বরঃ দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়াল রায়গঞ্জে। রবিবার বন্দর এলাকায় উদ্ধার হয় এক যুবকের ঝুলন্ত দেহ। মৃতের নাম গোকুল মণ্ডল (২৫)। এদিন ভোরে বাড়ির ছাদে গোকুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর স্ত্রী। গৃহবধূর চিত্কার শুনে প্রতিবেশীরা সেখানে আসেন। তড়িঘড়ি গোকুলকে উদ্ধার করে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এদিন দুপুরে মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেয় রায়গঞ্জ থানার পুলিশ। তবে কি কারণে ওই যুবক আত্মহত্যা করলেন, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, রায়গঞ্জ থানার রামপুর এলাকায় এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মৃতের নাম শিবু সোরেন (৩৬)। এদিন সকালে ওই এলাকায় একটি গাছ থেকে ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Ch6q8k

December 16, 2018 at 05:03PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top