কলকাতা, ২৪ ডিসেম্বর- না ফেরার দেশে পশ্চিমবঙ্গের সাবেক শিল্পমন্ত্রী ও সিপিআইএম নেতা নিরুপম সেন। সোমবার (২৪ ডিসেম্বর) ভোর ৫ টা ১০ মিনিটে কলকাতার সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ২০১৩ সালে সেরিব্রালে আক্রান্ত হন তিনি। এরপর থেকেই গত কয়েক বছর ধরে তিনি অসুস্থ। সাম্প্রতিককালে খুবই অসুস্থ ছিলেন তিনি। সংক্রমণজনিত কারণে কয়েকদিন আগেই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। গত শুক্রবার থেকে তার শারীরিক অবস্থার চরম অবনতি হতে থাকে। চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্ট ব্যবস্থায় রাখেন। কিন্তু সেই প্রচেষ্টাও কাজে আসেনি। কয়েকদিন আগেই হাসপাতালে অসুস্থ নিরুপমকে দেখে যান দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটরা। দলের এই সিনিয়র নেতার মৃত্যুতে শোকস্তব্ধ দলীয় নেতৃত্ব। সূত্রের খবর, আজই হাসপাতাল থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হবে সল্টলেকের বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হবে পিস হেভেনএ। বুধবার (২৬ ডিসেম্বর) সকালে আলিমুদ্দিনে নিয়ে যাওয়া হবে তার নিথর দেহ। ওইদিন বিকালে বর্ধমানে নিরুপম সেনের শেষকৃত্য সম্পন্ন হবে। ২০০১ থেকে ২০১১ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে বাম ক্ষমতাসীন থাকার সময় রাজ্যটির শিল্পমন্ত্রী ছিলেন নিরুপম সেন। সিঙ্গুরে টাটা কোম্পানির ন্যানো কারখানা না গড়ে ওঠা নিয়ে যে বিতর্ক তৈরি হয়-তাতে নাম জড়িয়েছিল এই নেতার। দীর্ঘদিন দলের সর্বোচ্চ নীতি-নির্ধারক কমিটি তথা কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোরও সদস্য ছিলেন তিনি। আর/০৮:১৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2rV26FC
December 25, 2018 at 02:52AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top