গুগল ম্যাপ অনুসরণ করে দুর্ঘটনার কবলে গাড়ি

ত্রিশূর, ৯ ডিসেম্বরঃ গুগল ম্যাপ অনুসরণ করে গাড়ি চালানোয় বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল গাড়ি। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার কেরালার পালামট্টম-অবলিচল রোডের ইনজাথোট্টির কাছে।

জানা গিয়েছে, ত্রিশূর থেকে মুন্নার যাচ্ছিলেন ত্রিশূরের ওয়াক্কানচেরির বাসিন্দা তিন যুবক গোকুলদাস, ইসাহক এবং মুস্তফা। অচেনা রাস্তা হওয়ায় গুগল ম্যাপ দেখে গাড়ি চালাচ্ছিলেন। পালামট্টম-অবলিচল রোড ধরে যাওয়ার সময় হঠাৎ রাস্তার উপর একটি বিশাল খাদ নজরে আসে তাঁদের। ততক্ষণে ৩০ ফুট খাদের প্রায় কিনারায় চলে এসেছে গাড়িটি। চালকের আসনে থাকা যুবক গাড়ি থামানোর চেষ্টা করেও পারেননি। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি পড়ে যায় ওই খাদে। তবে দুর্ঘটনায় গাড়ির দরজা খুলে যাওয়ায় তিন জনই গাড়ি থেকে বেরিয়ে আসেন। স্থানীয়রা তিন যুবককে উদ্ধার করে হাসপাতালে পাঠান। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ওই জায়গায় একটি ব্রিজ ছিল। কিছুদিন আগেই সেটি ভেঙে নতুন করে তৈরির সিদ্ধান্ত নেয় স্থানীয় গ্রাম পঞ্চায়েত। অভিযোগ, ব্রিজ ভাঙা হলেও রাস্তায় জরুরি সতর্কবার্তা দেওয়া হয়নি। ফলে প্রায়ই ছোটবড় দুর্ঘটনা ঘটছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2BYjCyO

December 09, 2018 at 05:05PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top