টাইম ম্যাগাজিনে ২৫ প্রভাবশালীর তালিকায় তিন প্রবাসী ভারতীয় টিনএজার

হাউস্টন, ২০ ডিসেম্বরঃ টাইম ম্যাগাজিন ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী টিনএজারের তালিকায় জায়গা করে নিল তিন ভারতীয় বংশোদ্ভূত। এদের মধ্যে দুজন আমেরিকা প্রবাসী এবং একজন গ্রেট ব্রিটেন প্রবাসী। আমেরিকা প্রবাসী দুই ভারতীয় টিনএজারের নাম কাব্য কোপ্পারাপু ও ঋষভ জৈন। গ্রেট ব্রিটেন প্রবাসীর নাম অমিকা জর্জ। ২০১৮ সালে গোটা বিশ্বজুড়েই এদের কাজের ইতিবাচক প্রভাব পড়েছে।

অষ্টম শ্রেণীতে পড়া ঋষভ জৈন অরিগনের বাসিন্দা। সে এমন একটি অ্যালগরিদমের সৃষ্টি করেছে যা অগ্ন্যাশয়ের ক্যানসারের চিকিৎসায় যুগান্তকারী বলে মনে করা হচ্ছে। অগ্ন্যাশয়ের ঠিক কোন জায়গায় ক্যানসার হয়েছে, তা যথাযথভাবে দেখিয়ে দিতে পারবে তার তৈরি সফটওয়্যারটি। যা, এই চিকিৎসার ক্ষেত্রে অনেক উন্নতির পথ তৈরি করবে বলেই চিকিৎসকমহলের দৃঢ় বিশ্বাস। ১৮ বছর বয়সী কাব্য কোপ্পারাপু একটি বিশেষ কম্পিউটার প্রযুক্তি তৈরি করেছে। যার ফলে মস্তিষ্কের ক্যানসারের চিকিৎসার বিপুল পরিবর্তন হতে পারে। সে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া। মস্তিষ্কের এমন একটি বিশেষ ধরনের ক্যানসার নিয়ে কাজ করেছে সে, যে ক্ষেত্রটিতে গত ৩০ বছরে কোনো উন্নতি হয়নি।

১৯ বছর বয়সী অমিকা জর্জ কাজ করেছে মহিলাদের ঋতুস্রাব নিয়ে। স্যানিটরি ন্যাপকিন কিনতে পারে না যারা, তাদের জন্য স্যানিটারি ন্যাপকিন বিতরণের জন্য ‘ফ্রিপিরিয়ড’ নামে একটি সঞ্চয় প্রকল্প তৈরি করেছে সে। শুরু করেছে একটি ক্যাম্পেনও।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2A8i83s

December 20, 2018 at 10:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top