বানারহাট চা বাগানে হাতির দল

বানারহাট, ৭ ডিসেম্বরঃ বেশ কয়েকদিন ধরে বিভিন্ন চা বাগানে দাপিয়ে বেড়ানোর পর এবার বানারহাট চা বাগানে আশ্রয় নিল শাবক সহ ১০টি হাতির একটি দল। জানা গিয়েছে, শুক্রবার ভোরের দিকে হাতির দলটি তোতাপাড়ার জঙ্গল থেকে বেরিয়ে রেতির জঙ্গলের দিকে যাওয়ার পথে বানারহাট চা বাগানে আটকে পড়ে। চা বাগানের ১২৫ নম্বর সেকশনের গোয়াতিমালায় দলটি বর্তমানে আশ্রয় নিয়েছে। বিন্নাগুড়ি রেঞ্জের বন্যপ্রাণ শাখার কর্মীরা ঘটনাস্থলে দিনভর পাহারায় রয়েছেন। বনকর্মীরা জানিয়েছেন, সন্ধ্যার পর হাতির দলটিকে তাড়িয়ে জঙ্গলে ঢুকিয়ে দেওয়া হবে।

গত কয়েকদিন ধরেই মোট ৭০-৮০টি হাতি ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে ঘোরাঘুরি করছিল। দু’দিন আগে এই দলটিই গেন্দ্রাপাড়া চা বাগানে দিনভর আটকে ছিল বলে মনে করা হচ্ছে।

সংবাদদাতাঃ কৌশিক শীল



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2G6bd0h

December 07, 2018 at 01:33PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top