বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সোমবার সন্ধ্যার পর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সেই সঙ্গে মৃদুমন্দ বাতাস বইছে। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে এসেও শীতের আবহ না থাকা বিশ্বনাথে ঠান্ডা অনুভূতি বাড়িয়েছে এই আবহাওয়া। সোমবার সন্ধ্যার পর থেকে মৃদুমন্দ বাতাস বইতে শুরু করে। ছিল হালকা কুয়াশা। সন্ধ্যার পর থেকে শুরু হয় থেমে থমে গুড়ি গুড়ি বৃষ্টি। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। তবে অঝোর ধারা বলতে যা বোঝায় তা ঝরেনি। তে এরির্পোট রাত ৯টায় লেখা পর্যন্ত আর বৃষ্টি পড়তে দেখা যায়নি।
বৃষ্টির পানিতে ভেজা থেকে মুক্ত থাকতে ছাতা বা রেইনকোট ছাড়া যারা ঘর থেকে বের হয়েছে, তারা কিছুটা বিড়ম্বনায় পড়েছেন। বিশেষ করে মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা। অন্যদিকে বেশি দুর্ভোগে পড়েছেন আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া বিভিন্ন দলের কর্মীরা। সকাল থেকেই মীতের পোষাক পরিহিত অবস্থায় উপজেলা বিভিন্ন গ্রামে গ্রামে প্রচারণায় নেমে যান। ছাতা বা রেইনকোট ছাড়াই প্রচারণার কাজে যান তারা। আর হঠাৎ বৃষ্টি হওয়ায় তাদের এই ভোগান্তিতে পড়তে হয়েছে বলে জানা গেছে। বঙ্গোপসাগরে অবস্থিত গভীর নিম্নচাপ ‘পেথাই’ এর প্রভাবে আবহাওয়া এমন আচরণ করছে বলে জানা গেছে। এই বৃষ্টির প্রভাবে পুরোপুরিভাবে শীত জেঁকে বসতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Gn3xXz
December 17, 2018 at 09:40PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন