কলম্বো, ১৫ ডিসেম্বরঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন মাহিন্দা রাজপক্ষ। একটি সাক্ষাত্কারে সাংসদ শেহান সেমাসিংঘে জানিয়েছেন, রাজপক্ষ ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্সকে নিজের ইস্তফার কথা বলেছেন। রাষ্ট্রপতি মৈত্রিপালা সিরিসেনা আরও একবার প্রধানমন্ত্রীর আসনে রানিল উইকরেমেসিংঘেকে নিয়ে আসতে সম্মত হয়েছেন। রবিবারই প্রধানমন্ত্রীর পদে শপথ গ্রহণ করবেন উইকরেমেসিংঘে।
চলতি বছরের ২৬ অক্টোবর রাজপক্ষকে প্রধানমন্ত্রীর পদে নিয়োগ করেন রাষ্ট্রপতি সিরিসেনা। রানিল উইকরেমেসিংঘেকে বরখাস্ত করে রাজপক্ষকে নিয়োগ করা নিয়ে প্রবল বিতর্কের মুখোমুখি হন শ্রীলঙ্কার রাষ্ট্রপতি। দেখা দেয় অভূতপূর্ব সাংবিধানিক সংকট।
বৃহস্পতিবার শ্রীলঙ্কার সুপ্রিমকোর্ট রায় দেয় সিরিসেনা যেভাবে আচমকা আগের মন্ত্রীসভা ভেঙে দিয়েছিলেন সেটা বেআইনি ছিল। তবে পরবর্তী শুনানি পর্যন্ত প্রধানমন্ত্রীর পদেই রাজপক্ষকে থাকার রায় দেয় শীর্ষ আদালত। আদালতের সাময়িক ছাড়পত্র পেলেও আর প্রধানমন্ত্রীর পদে থাকতে চাননি তিনি। তাঁর সমর্থক লক্ষ্মণ ইয়াপা আবেওয়ারদেনা জানান, শুক্রবার সিরিসেনার সঙ্গে বৈঠকের পরেই ইস্তফার সিদ্ধান্ত নিয়েছেন মাহিন্দা।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Lh6DLJ
December 15, 2018 at 03:24PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন