রাঙ্গালিবাজনা, ২৮ ডিসেম্বরঃ বৃহস্পতিবার রাতে ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রামপঞ্চায়েতের দক্ষিণ দেওগাঁওয়ে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল পাঁচটি পরিবার।
স্থানীয়রা জানান, খয়েরবাড়ি বনাঞ্চল থেকে বেরিয়ে রাত ১০টা নাগাদ হাতির দল এলাকায় হানা দেয়। একই রাতে দলগাঁও বস্তির ৫৬ নম্বর অংশে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একই পরিবারের তিনটি ঘর। মাদারিহাট বীরপাড়া ব্লকের রামঝোরা চা বাগানের টপ লাইনে হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় একটি ঘর। দেওগাঁওয়ে হাতির হানা প্রসঙ্গে বনদপ্তরের মাদারিহাটের রেঞ্জার খগেশ্বর কার্জী বলেন, ‘ওই এলাকার ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলেছি । তাঁরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।’
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2EQUY4Z
December 28, 2018 at 09:27PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন