জর্ডানে দূতাবাসের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন

fgh

কবির হোসেন (সেলিম)আম্মান,জর্ডানঃ মহান বিজয় দিবস ২০১৮ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস, আম্মান জর্ডানের উদ্যোগে   মহান বিজয় দিবসের প্রথম পর্বে সকাল ৯.৩০ মিনিটে জাতীয় সঙ্গীতের সুরে জর্ডানস্থ  বাংলাদেশ দূতাবাস প্রাংগনে  মান্যবর রাষ্ট্রদূত মোঃ এনায়েত হোসেন পতাকা উত্তোলন করেন।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান, দূতালয় প্রধান সালেহা মোজাম্মেল,  দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী সহ প্রবাসী নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের  দ্বিতীয়  পর্ব সন্ধ্যা  ৬.৩০  ঘটিকায় দূতাবাসের হলরুমে শুরু হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় জাঁকজমকপূর্ণ পরিবেশে দেশীয় আমেজে উদযাপন করা হলো বাংলাদেশের ৪৭তম মহান বিজয় দিবসের উৎসব।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশ সরকারের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ এনায়েত হোসেনের  সভাপতিত্বে এবং প্রথম সচিব মোহাম্মদ মনিরুজ্জামান এবং তৃতীয় সচিব ও দূতালয় প্রধান সালেহা মোজাম্মেল এর যৌথ পরিচালনায় আলোচনা সভা শুরু হয়। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন দূতাবাসের কর্মকর্তা মোঃমহিউদ্দিন।

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর  বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব(শ্রম) মোহাম্মদ মনিরুজ্জামান।

রাষ্ট্রদূত তার সমাপনী বক্তব্যে  বলেন, বর্তমান সরকার তার নিরলস পরিশ্রম ও গতিশীল নেতৃত্বের ফলশ্রুতিতে বাংলাদেশ  আজ বিশ্বের জন্য উন্নয়নের মডেল। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তিনি সকল প্রবাসীকে  দেশের উন্নয়নে অবদান রাখার এবং জর্ডানে বাংলাদেশের মর্যাদা অটুট রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ  দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী ব্যবসায়ী, বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যসহ বিপুল সংখ্যক প্রবাসী  বাংলাদেশী উপস্থিত ছিলেন।প্রবাসী বাংলাদেশি নাট্যশিল্পীদের পরিবেশনায়  মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।



from প্রবাস – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2PLIbCK

December 18, 2018 at 12:21AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top