বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেট-২ আসনে দশম জাতীয় সংসদ নির্বাচনের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে নৌকা ও ধানের শীষ প্রতীকের কোনো প্রার্থী নেই। মহাজোটের প্রার্থী হয়েছেন জাপার কেন্দ্রীয় মহা-সচিব ও এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া। আর বিএনপি এ আসনে মনোনয়ন পেয়েছিলেন ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর স্ত্রী তাহিসনা রুশদীর লুনা। কিন্তু, মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়ার করা রিটের প্রেক্ষিতে লুনার প্রার্থীতা স্থগিত করেছেন আদালত। এই আদেশের বিপক্ষে লুনা হাইকোর্টে আপিল করলে সেটিও গত মঙ্গলবার খারিজ করে দেয় আপিল বিভাগ। ফলে ৩০ ডিসেম্বরের নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির প্রার্থী ইলিয়াসপতœী তাহসিনা রুশদীর লুনা। আওয়ামী লীগ থেকে প্রার্থী না থাকা আর বিএনপি প্রার্থীর মনোনয়ন স্থগিত হয়ে যাওয়ায় নৌকা এবং ধানের শীষ প্রতীক ছাড়াই এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেট-২ আসনে নির্বাচন।
অন্যদিকে, আওয়ামী লীগের কেউ মনোনয়ন না পাওয়ায় আবারো নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে ডাব প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে বিশ্বনাথের সাবেক উপজেলা চেয়ারম্যান, আলোচিত আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে আওয়ামী লীগ ঘরনার হিসেবে পরিচিত অধ্যক্ষ ড. এনামুল হক সরদার। তিনি দলীয়ভাবে আওয়ামী লীগের কেউ না হলেও আওয়ামী ঘরানার ব্যক্তি হিসেবে পরিচিত। গত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের প্রার্থী এডভোকেট লুৎফুর রহমানের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন অধ্যক্ষ ড. এনামুল হক সরদার।
সিলেট-২ আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকা’র কোন প্রার্থী না থাকায় বিশ্বনাথ-ওসমানীনগর উপজেলায় আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। তারা বর্তমান সাংসদ এহিয়া চৌধুরীকে মহাজোটের প্রার্থী হিসেবে মেনে নিতে নারাজ। তাই অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাদের ক্ষোভ প্রকাশ করে এহিয়া চৌধুরীকে নিয়ে বিভিন্ন কটুক্তিমূলক মন্তব্য করছেন। ক্ষুব্ধ অনেকেই মহাজোট প্রার্থী এহিয়া চৌধুরীর বিকল্প হিসেবে মুহিবুর রহমান ও অধ্যক্ষ ড. এনামুল হক সরদারকে দেখছেন।
মহাজোটের প্রার্থী এহিয়া চৌধুরীকে দ্বিতীয় বারের মতো এমপি নির্বাচিত করতে তার পক্ষে এবার আওয়ামী লীগের মনোনয়ন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী কি ভূমিকা রাখবেন এবং তাদের অনুসারী বিশ্বনাথ-ওসমানীনগরের আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নির্বাচনী মাঠে মহাজোট প্রার্থীর পক্ষে নাকি মুহিবুর রহমান ও অধ্যক্ষ ড. এনামুল হক সরদারের পক্ষে কাজ করবেন তা দেখার বিষয়।
তবে বর্তমানে ভোটের মাঠে দৌড়ে রয়েছেন ৯জন। তারা হলেন-মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও বর্তমান সাংসদ ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া, খেলাফত মজলিসের মুহাম্মদ মুনতাছির আলী, গণফোরমের মোকাব্বির খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমীর উদ্দিন, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসাইন, বিএনএফ’র মোশাহিদ খান এবং স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, অধ্যক্ষ এনামুল হক সরদার ও আব্দুর রব মলি¬ক।
সিলেট-২ আসনে নৌকা ও ধানের শীষের প্রার্থী না থাকায় স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান ও ড.এনামুল হক সরদার এখন আলোচনায়। তবে পিছিয়ে নেই খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ মুনতাছির আলীও। ভোটের মাঠে এখন স্বতন্ত্র দুই প্রার্থীর পাশাপাশি খেলাফত মজলিস প্রার্থীও আলোচনায় রয়েছেন। তবে নির্বাচনের দিন তত যতই ঘনিয়ে আসবে ততই পাল্টাতে পারে ভোটের হিসাব-নিকাশ। বর্তমানে ভোটের মাঠে যারা রয়েছেন তাদের নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে ভোটাদের মাঝে। এরজন্য আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে এ আসনের প্রার্থীদের অনুসারীরা আশাবাদি তাদের নিজ নিজ প্রার্থী জয়ী হবেন।
from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2SXuMcJ
December 19, 2018 at 06:08PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন