বন্ধ হল ডুয়ার্সের দুটি চা বাগান

ডুয়ার্স ব্যুরো, ২৫ ডিসেম্বরঃ বন্ধ হয়ে গেল ডুয়ার্সের দুটি চা বাগান। মঙ্গলবার মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান ও নাগরাকাটার চ্যাংমারি চা বাগান ছেড়ে চলে গেল চা বাগান কর্তৃপক্ষ। আর জেরে কর্মহীন হয়ে পড়লেন কয়েক হাজার শ্রমিক।

এদিন সন্ধ্যায় মাদারিহাট বীরপাড়া ব্লকের মুজনাই চা বাগান ছেড়ে চলে গেল চা বাগান কর্তৃপক্ষ। মাথায় বাজ পড়ে বাগানের হাজার খানেক শ্রমিকের। প্রসঙ্গত, ২০০২ থেকে ২০১১ সাল পর্যন্ত বন্ধ ছিল মুজনাই চা বাগান। ২০১১ সালের মে মাসে খোলে চা বাগানটি। ৭ বছর পর ফের অনিশ্চিত হয়ে পড়ল বাগানের ভবিষ্যত্।

চা বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের সহ সভাপতি মান্নালাল জৈন বলেন, ‘চা বাগান কর্তৃপক্ষের বাগান ছেড়ে যাওয়ার কথা শুনেছি। এখনও নোটিশ হাতে পাইনি। বাগান কর্তৃপক্ষের দেওয়া নোটিশে অবশ্য শ্রমিকদের অসহযোগিতা কারণ হিসেবে দেখানো হয়েছে। তবে বাগানের ম্যানেজার অশোক তিওয়ারি ফোন ধরেননি।’ শ্রম দপ্ততরের বীরপাড়ার অ্যাসিস্ট্যান্ট লেবার কমিশনার রাজু দত্ত বলেন, ‘মুজনাই চা বাগান কর্তৃপক্ষের বাগান ছেড়ে চলে যাওয়ার খবর একটি ইউনিয়নের কাছে শুনেছি। তবে নোটিশ পাইনি।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Sl9vK2

December 25, 2018 at 11:13PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top