জাতীয় কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালন

রায়গঞ্জ, ২৮ ডিসেম্বরঃ জাতীয় কংগ্রেসের ১৩৩ তম প্রতিষ্ঠা দিবস পালন করল উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস কমিটি। শুক্রবার সকালে দলের জেলা কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্যদান করেন জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। এদিন বিকেলে রায়গঞ্জ ইনস্টিটিউট মঞ্চে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস ও গান্ধিজির সার্ধশতবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনাসভার আয়োজন করে জেলা কংগ্রেস কমিটি। আলোচনাসভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের প্রাক্তন অধ্যাপক ড.আনন্দ গোপাল ঘোষ, শিক্ষাবিদ শুভেন্দু মুখার্জি, জেলা কংগ্রেস সভাপতি মোহিত সেনগুপ্ত, মহিলা কংগ্রেস নেত্রী নার্গিস খাতুন, ডা: ডি এন মজুমদার, যুব সভাপতি তুষার গুহ সহ আর অনেকে। রায়গঞ্জ ব্লকের বিভিন্ন এলাকা থেকেও কংগ্রেস কর্মীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।

সংবাদদাতাঃ দীপংকর মিত্র



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2TisRzL

December 28, 2018 at 08:09PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top