বলিউড অভিনেতা শাহরুখ খানের মেয়ে সুহানা বর্তমানে লন্ডনের আর্ডিংলি কলেজে পড়াশোনা করছেন। কলেজের একটি নাটকে জুলিয়েটের ভূমিকায় সম্প্রতি অভিনয় করেছেন শাহরুখ কন্যা। জিরো সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকলেও একদিনের জন্য লন্ডনে মেয়ের অভিনয় দেখতে গিয়েছিলেন বলিউড বাদশা। আর তা দেখার পর মুগ্ধতা প্রকাশ করেছেন কিং খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে সুহানার সঙ্গে ছবি শেয়ার করে শাহরুখ লিখেছেন, লন্ডনে আমার জুলিয়েটের সঙ্গে। অসাধারণ অভিজ্ঞতা। টিমের সবারই অসাধারণ পারফরম্যান্স। অভিনন্দন। সুহানার বলিউডে অভিনয় নিয়ে এর আগে যতবার শাহরুখের কাছে জানতে চাওয়া হয়েছে, তিনি মেয়ের পড়াশোনার ওপর জোর দিয়েছেন। বার বার জানিয়েছেন, পড়াশোনা শেষ করার পর অভিনয় নিয়ে ভাববে তার মেয়ে। তবে নাটকে বেশ কয়েক বছর ধরেই অভিনয় করছেন সুহানা। তবে কি এবার বলিউডে ক্যারিয়ার শুরু করার জন্য তৈরি সুহানা? হলেই বা বিস্ময়ের কি আছে! বাবা শাহরুখ খান। তাই মেয়ে সুহানার রক্তে অভিনয় থাকবে, এটাই স্বাভাবিক। এমএ/ ০৯:৪৪/ ০১ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BKtqfO
December 02, 2018 at 03:47AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top