বীরপাড়া, ২০ ডিসেম্বরঃ চা বাগান শ্রমিকদের বকেয়া পাওনা দু’মাসের মধ্যে মিটিয়ে দিতে সুপ্রীম কোর্ট গত এপ্রিল মাসে রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছিল। তবে তার আটমাস পরও চা বাগান শ্রমিকদের একাংশ বকেয়া পাননি। এই অভিযোগ তুলে বৃহস্পতিবার কয়েকশো শ্রমিক বিক্ষোভ দেখান শ্রম দফতরের অ্যাসিসন্ট্যান্ট লেবার কমিশনারের দপ্তরের সামনে। বিক্ষোভের নেতৃত্বে ছিলেন পশ্চিমবঙ্গ খেত মজদুর সমিতির নেত্রী অনুরাধা তলোয়ার। এদিন বীরপাড়ার অ্যাসিসন্ট্যান্ট লেবার কমিশনারের হাতে বিভিন্ন অভিযোগ ও দাবিদাওয়া সম্বলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের নেত্রী অনুরাধা তলোয়ার বলেন, পাওনার হিসেব নিকেশের পদ্ধতিতেই ত্রুটি আছে। শ্রম দপ্তরের বীরপাড়ার অ্যাসিসন্ট্যান্ট লেবার কমিশনার রাজু দত্ত বলেন, বৃহস্পতিবার জমা পড়া স্মারকলিপিটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2V01ADN
December 20, 2018 at 10:12PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন