আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মুহিব-সরদার

Muhib-sordarবিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: মনোনয়ন বাছাইয়ে রিটার্নিং অফিসারের দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেও প্রার্থীতা ফিরে পেলেন না সিলেট-২ আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ উপজেলা পরিষদের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম‌্যান মুহিবুর রহমান ও শিক্ষাবিদ অধ‌্যক্ষ ড. এনামুল হক সরদার।

শুক্রবার আগারগাঁও নির্বাচন ভবনে এজলাসে ২য় দিনের মতো আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি শুরু হয়। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।

আপিল করেও প্রার্থীতা ফিরে না পাওয়ার সত্যতা স্বীকার করে মুহিবুর রহমান বলেন, এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া নিজেই বাদী হয়ে নির্লজ্জভাবে ইসির বরাবর দুইজন এডভোকেট সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে পাল্টা আপিল দায়ের করেন। তবে তাহার (এহিয়া) এখানে কি স্বার্থ? আমার বিরুদ্ধে পরোক্ষভাবে সে (এহিয়া) পাল্টা আপিল করে। তবে ড.এনামুল হক সরদার বিরুদ্ধে সরাসরি পাল্টা আপিল করেছে এমপি এহিয়া।

তিনি বলেন, এলাকায় আমার জনপ্রিয়তা দেখে এমপি এহিয়া চৌধুরী ষড়যন্ত্র করে আমাকে নির্বাচন থেকে সরানোর জন্য চেষ্ঠা করছে বলে মনে করছি। তবে তার সে স্বপ্ন এলাকাবাসী পূরণ হতে দেবে না। একদিন জনসম্মুখে তা প্রকাশ করা হবে। উচ্চ আদালতে তিনি আপিল করবেন বলে জানান এবং প্রার্থীতা ফিরে পাওয়ার আশা ব্যক্ত করেন।

সিলেট-২ আসনের মহাজোটের প্রার্থী ও বর্তমান এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়ার মোবাইল ফোনে আজ শুক্রবার রাত সোয়া ৯টায় যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সিলেট-২ আসনে মোট ১২জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। গত ২ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এম কাজী এমদাদুল ইসলামের কার্যালয়ে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। এসময় স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান, ড. এনামুল হক সরদার ও মোহাম্মদ আব্দুর রব এর মনোনয়ন বাতিল এবং ৯ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষনা করা হয়-কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-মহাসচিব ও বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আববার ইলিয়াস অর্ণব, গণফোরাম নেতা মোকাব্বির খান, কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মুনতাসির আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মুশাহিদ খান, ন্যাশনাল পিপলস পার্টির মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা আমির উদ্দিন, হাবিবুর রহমান।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2BWTMva

December 08, 2018 at 12:11AM
08 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top