ইনটারনেটের গতি বাড়াতে সবচেয়ে ভারী উপগ্রহের সফল উৎক্ষেপণ

বেঙ্গালুরু, ৫ ডিসেম্বরঃ ইনটারনেটে গতি বাড়াতে দেশের সবচেয়ে ভারী উপগ্রহ GSAT-11-এর সফল উত্ক্ষেপণ হল। ইসরো সূত্রে খবর, দেশের সবচেয়ে ভারী এই উপগ্রহ ইনটারনেট পরিসেবায় রেকর্ড গতি আনবে। বুধবার উপগ্রহটির সফল উৎক্ষেপণ হয়। জানা গিয়েছে, ফ্রান্সের ফ্রেঞ্চ গুয়েনা স্পেশ সেন্টার থেকে মহাকাশে পারি দেয় GSAT-11। উপগ্রহটির ওজন প্রায় ৫,৮৫৪ কেজি। মোট ৪০টি ট্রান্সপন্ডার উপগ্রহটিতে থাকায় ইনটারনেটের গতি প্রতি সেকেন্ডে ১৪ -১৬ গিগাবিট হতে চলেছে। ১৫ বছরের জন্য মহাকাশে থাকবে এই উপগ্রহটি।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2StpTaW

December 05, 2018 at 12:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top